প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৩, ৩:৩৫ পি.এম
গৌরীপুরে ভ্রাম্যমান আদালত দুই হ্যাচারি মালিককে অর্থদণ্ড

মো.হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত দুই হ্যাচারির মালিককে লাইসেন্স না থাকায় অর্থদণ্ড করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন বুধবার (১২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে লাইসেন্স না থাকার পরেও উপজেলার সামিউল মৎস্য হ্যাচারি ও নিরাপদ মৎস্য হ্যাচারি মাছ উৎপাদন ও বিপণন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুরে ওই দুই হ্যাচারিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।মৎস্য হ্যাচারি আইন ২০১০ এর অধীনে লাইসেন্স না থাকায় সামিউল মৎস্য হ্যাচারি মালিককে ৩০ হাজার ও নিরাপদ মৎস্য হ্যাচারি মালিককে ২৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন বলেন, জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, গৌরীপুর থানার উপপরিদর্শক এসআই শুভ সাহা সহ সঙ্গীয় ফৌর্স।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.