
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে ২৩ সেপ্টেম্বর ( সোমবার) গৌরীপুর সরকারী কলেজের মেধাবী শিক্ষার্থী জহিরুল ইসলাম মিঠু হত্যাকান্ডে জড়িত ডেভিড রকির দ্রুত বিচারের দাবীতে উপজেলা চত্তরে ছাত্র ছাত্রীদের মানববন্ধন অনুষ্টিত হয়।
ছাত্রদল নেতা আরিফুল উদয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,
নিহত মিঠুর বাবা মোখলেছুর রহমান খান পাঠান,মিঠুর চাচা ঈশা খান পাঠান, মিঠুর চাচাতো ভাই শাখায়াত হোসেন গৌরীপুর কলেজের ১ম বর্যের ছাত্র মোঃ আরাফাত ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকায় টিপু সুলতান জুয়েলার্স দোকানে স্বর্ণের দর-দামকে কেন্দ্র করে বাড়ী ওলা পাড়ার আলবার্ট ডেভিড সেন্টুর সাথে তর্ক বিতর্ক হয়।পরে তার ভাই আলবার্ট ডেভিট রকি এসে উত্তেজিত হয়ে টিপুর চাচাত ভাই মিঠুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত গৌরীপুর সরকারি কলেজের ছাত্র মিঠু নিহত হয়। । মিঠু গৌরীপুর সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।এ বিষয়ে মিঠুর পিতা মোখলেছুর রহমান খান গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করে।মামলা নং ১০ তাং ১৬/০৯/২০২২। উপরোক্ত মামলাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে স্বারক লিপি দেয়া হয়।আজ এ মামলাটি অধিকতর তদন্তের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইবুনালের আওতায় নিয়ে খুনীর সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবী জানান।