প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৭:২২ পি.এম
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার, আটক-৩

গৌরীপুর (ময়মনসিংহ)ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার পুত্র নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৮ টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪) আব্দুল মোতালেবে ইয়াসিন (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টীম নিয়ে উল্লেখিত স্হানের আশপাশে উৎপেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে ছটকে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। বাড়ীর মালিক আবেদা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৮ টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করেছি।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগন্জ,নান্দাইল)ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.