প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১:৫১ পি.এম
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

মোঃ হুমায়ুন কবির|
ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চার কেজি গাঁজা সহ আবিদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী ময়মনসিংহ নগরীর পাটগুদাম মোড় এলাকার আব্দুস সোবহানের ছেলে।জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম হাসানের নেতৃত্বে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে মোটরসাইকেল আরোহী আবিদকে চার কেজি গাঁজা সহ আটক করে। রাতেই তাকে গাঁজা সহ গৌরীপুর থানায় হস্তান্তর করে যৌথবাহিনি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.