 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ৫:৫২ পি.এম
 গৌরীপুরে শিক্ষা প্রতিষ্টানে বই বিতরন ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান  
  
    
    
    
মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সংসদ সদস্যের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পাঠাগার নির্মানের জন্য বই বিতরন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭ মার্চ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আন্জুম পপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোফাজ্জল হোসেন খান।
আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,গৌরীপুর থানার ইনচার্জ সুমন রায়,উপজেলা আওয়ামীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মোহাম্মদ নাসের,
গৌরীপুর সরকারী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোখছেদুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্জুমান আরা বেগম ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান
সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ড. এম আর করিম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, এম এ মোতালেব দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাদেকুন নাহার প্রমুখ। আলোচনা শেষে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ৫৯ টি প্রতিষ্ঠানের  মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থের ৫০ হাজার টাকার বই বিতরন ও জাতীয় সংসদ সদস্যের ব্যাক্তিগত তহবিল থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
 
 
 
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.