
মো. হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জন্মাবষির্কী,২৫ মার্চ কালোরাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় অফির্সাস ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমুলক আলচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আন্জুম পপি,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা:হেলাল উদ্দিন আহামেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,ডিপুটি কমান্ডার বীর নাজিম উদ্দিন আহামেদ,গৌরীপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি,সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল গফুর,পৌর কাউন্সিলার দিলুয়ারা দিলু, সাবেক কাউন্সিলার আব্দুল কাদির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশারাফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়,ব্যবসায়িক ঐক্য পরিষদ সভাপতি ইউসুফ আলী,সাধারন সম্পাদক আলী আকবর আনিস প্রমুখ।