প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৭:২২ এ.এম
গৌরীপুর অবৈধভাবে সার মজুত করায় খুচরা ডিলারকে জরিমানা

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে অবৈধভাবে নেত্রকোনা থেকে আনা ৩শত বস্তা ইউরিয়া সার মজুদ করার করার অভিযোগে মা বীজ ভান্ডার নামে এক খুচরা সার ডিলার প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারি কৃষি কর্মকর্তার উপস্থিতিতে এলাকার সাধারণ কৃষকদের কাছে সরকার মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে অবৈধভাবে সার মজুত পাওয়ার প্রমাণ পাওয়ায় ডিলারকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান বলেন, সারের অবৈধ মজুদ ও বেশী দামে সার বিক্রি রোধে উপজেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার ব্যবসায়ী মা বীজ ভান্ডারের মালিক কাছথেকে জরিমানা আদায় করা হয়েছে। গৌরীপুর উপজেলায় সারের কোন সংকট নেই। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাকিবুল ইসলাম উপ-সহকারি কৃষি কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.