
মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে এক নারী যাত্রীকে অপহরণ করে বখাটেরা। এসময় ঔই নারী যাত্রীর প্রেমিককে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার (১০ মে) ভোরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ৫ ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারী যাত্রীকে উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে।
এর আগে রাতে প্লাটফর্মে ওই নারী যাত্রী ও তার প্রেমিককে জিজ্ঞাসাবাদসহ মারধরের ঘটনা চলে প্রায় দেড় ঘন্টা। ৪০গজ দূরে নিরাপত্তা কর্মীর অফিস ও ৬০গজ দূরে রেলওয়ে ফাঁড়ির অফিস থাকলেও তারা কেউ এ ঘটনায় এগিয়ে আসে নাই।
আটককৃতরা হলেন রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রমের মৃত আহাম্মদ আলীর পুত্র খোকন মিয়া (৩০), পৌর শহরের নতুন বাজারের সুরুজ মিয়ার পুত্র মো. রাব্বি মিয়া (২০), দেলোয়ার হোসেনের পুত্র রায়হান উদ্দিন (২১) ও বারহাট্টা উপজেলার স্বল্প আন্দাদিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র মো. আনোয়ার হোসেন।
জানাগেছে
ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।