নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় সোলায়মান টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে নয়টা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি দমকল বাহিনীটি।