নিজস্ব প্রতিনিধ:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এক ব্যবসায়ীর উপর চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, ফিশারি ও বালু ব্যবসায়ী রিজন মৃধা (৩৫)কে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সোমবার সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, রিজন মৃধা, পিতা মৃত মোতালেব মৃধার ছোট ছেলে, দীঘা গ্রামে নিজ জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ ও ইট-বালুর ব্যবসা করে আসছেন। অভিযোগে বলা হয়, একই গ্রামের হুমায়ুন মোল্লা ও তার ছেলে সজীব গং দীর্ঘদিন ধরে রিজনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
গত ২৪ এপ্রিল রাত ৯টার দিকে স্থানীয় বাজার থেকে ব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার পথে দীঘা কালীবাড়ি এলাকায় রাস্তা আটকিয়ে তাকে মারধর করা হয়। এ সময় রিজনের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম দেখা গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
অভিযুক্ত হুমায়ুন মোল্লা (৫০), দীঘা গ্রামের মজনু মিয়ার ছেলে, এবং তার ছেলে সজীবের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রিজন মৃধা সাংবাদিকদের জানান, ইউনিয়ন যুবদলের নেতা হুমায়ুন মোল্লা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। দাবি না মানায় ব্যবসায় অংশীদার হতে চাপ দেন এবং না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেন। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।