গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ গত (১৬ এপ্রিল ২০২৪) তারিখে রাত তিনটার সময় গৌরীপুর থানায এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। গাড়ির মালিক তাৎক্ষণিক থানায় সাধারণ ডায়েরি করেন পরে দায়িত্ব নেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, গত (১৬ এপ্রিল) তারিখ রাতে তিনটার সময় গৌরীপুর থানায় এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। উক্ত বিষয়টি নিয়ে কাজ করি পরে হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করি। ময়মনসিংহ-ঢাকাসহ সারা দেশে যে সংখ্যক মোটর সাইকেল চুরি যায়, তার মধ্যে উদ্ধার করা সম্ভব হয় হাতে গোনা কয়েকটি। এমনই অভিযোগ ভুক্তভোগীদের। চুরির পর সেটা ফেরত পাওয়া নিয়ে ময়মনসিংহে ডিবি পুলিশ তৎপর ভূমিকার প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।