মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জরুরি অবস্থা জারি ভানুয়াতুতে পরপর দুই ভূমিকম্প, দুই ঘূর্ণিঝড়

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে দু’টি ভূমিকম্প এবং একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এছাড়া শুক্রবার আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এ ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) দেশটিতে ৬ দশমিক ৫ এবং ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর এক দিন আগে ঘূর্ণিঝড় জুডি দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে গেছে। চার মাত্রার ঝড়ে সারাদেশে ক্ষয়ক্ষতি ও বন্যা হয়েছে। ইউনিসেফের এরিক ডুরপেয়ার পরিস্থিতি সম্পর্কে এএফপিকে বলেন, ভয়াবহ। ভানুয়াতু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত। কিন্তু আমার মনে হয় এবারই প্রথম পর পর দুটি সাইক্লোন আঘাত হানলো।

এর মাত্র দুদিন আগে, বুধবার রাজধানী পোর্ট ভিলায় আঘাত হেনেছিলো সাইক্লোন জুডি। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু মানুষকে সরিয়ে নিতে হয়।

রেড ক্রস ও রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপজুড়ে চার মাত্রার সাইক্লোনটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সাইক্লোনের পর পার্শ্ববর্তী ফিজি থেকে ত্রাণ তৎপরতা শুরু করেছে ইউনিসেফ।

কেভিন নামের ওই সাইক্লোনটি শুক্রবার রাতের দিকে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা অতিক্রম করেছে। শনিবার সকালে সেটি দক্ষিণের তাফিয়া দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। এসময় বাতাসের গতি রয়েছে ঘণ্টায় ২৩০ কিলোমিটার। আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে বাতাস দুর্বল হয়ে সাইক্লোনটি ভানুয়াতু থেকে বিদায় নিতে পারে।

অন্যদিকে শুক্রবারেই ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানে। তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

ভানুয়াতু রেড ক্রস সোসাইটির মহাসচিব ডিকিনসন টেভি এএফপিকে বলেন, দুর্যোগকবলিত এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেসব এলাকায় সহজে যাওয়া যাচ্ছে না। লাইন ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে দূরবর্তী এলাকাগুলোতে যোগাযোগ আরও কঠিন হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin