শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জাককানইবি ছাত্রলীগের কর্মী সভা সফল করতে নাহিদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন

 ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও বাংলাদেশ ছাত্রলীগকে আরও গতিশীল করতে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মী সভা সফল করতে পরিশ্রমী, ত্যাগী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অত্যন্ত মেধাবী ও স্মার্ট ছাত্রনেতা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান নাহিদের নেতৃত্বে এক বিশাল মিছিল কর্মী সভায় উপস্থিত হয়।

মিছিলে মধ্যে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রলীগ নেতা-কর্মী। প্রতিটি নেতা-কর্মীর হাতে জাতীয় পতাকা, ছাত্রলীগের দলীয় পতাকা,জাতির পিতার ছবি সম্বলিত প্লেকার্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্লেকার্ড সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত প্লেকার্ড যা মিছিল ও সম্মেলনের সৌন্দর্য মণ্ডিত করেছে।

প্রোগ্রামটি কর্মী সভার হলেও শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়।জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার বার বার দরকার, বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি স্লোগানে স্লোগানে মুখরিত হয় কর্মী সভাস্থল সহ গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মী সভা আয়োজনের নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin