আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ ক্লু লেস শিশু আব্দুল্লাহ হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার সহ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও অপরাধ দমনে নানা অবদানের জন্য রবিবার অনুষ্ঠিত নেত্রকোনা জেলা পুলিশের আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে নেত্রকোণা জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে তার হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক সহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.