নুরনবী ,জামালপুর প্রতিনিধি :
জামালপুরে বকশীগঞ্জ সাংবাদিক নাদিম হত্যা মামলার ১৩ আসামিকে রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।
গত রোববার (১৮ জুন) বিকালে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ ১৩ জনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, ১৩ জন আসামির মধ্যে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচদিনের রিমান্ড, রেজাউল করিম, মনিরুজ্জামান, গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন মিয়া, মো. তোফাজ্জল, মো. আইনাল হকের চার দিন করে ও জাকিরুল ইসলাম,মো. কফিল উদ্দিন, মো. ফজলু মিয়া, মো. শহিদ, মো. মকবুল, মো. ওহিদুজ্জামানকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বলেন, বিচারক দুই পক্ষের কথা শুনেছেন। তিনি প্রধান আাসামিকে ৫ দিনের ৭ জন আসামিকে ৪ দিনের এবং ৫ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি মোড়ে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।