প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৩:৩০ পি.এম
জামালপুর মেলান্দে গাঁজার গাছসহ ০১ জন আটক

কামরুজ্জামান কানু জামালপুরঃ
জামালপুরের মেলান্দহে ৫টি গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪০) নামক একজনকে আটক করেছে পুলিশ।
২০ মে বিকালে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শাহজাদপুর খানপাড়া এলাকার ভাই ভাই ব্রিকস সংলগ্ন নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ীর আঙ্গিনায় ৫টি গাঁজার গাছ রোপন করেন আলমগীর হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি গাঁজা গাছসহ নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ। সে পেশায় দিন মজুরীর কাজ করতেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, আনুমানিক ৫কেজি কাচা গাঁজার গাছসহ আলমগীর হোসেন নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.