জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌসকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জামালপুর সদর উপজেলা এনজিও ফোরাম। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী ইউএনও মেহনাজ ফেরদৌসের সংবর্ধনায় মুক্ত আলোচনায় অংশ নেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, ব্র্যাকের জামালপুর জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার, নির্বাহী পরিচালক শামীমা খান, টিআইবি'র এর এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন, ইসলামীক রিলিফ বাংলাদেশ জামালপুর শাখার প্রজেক্ট ম্যানেজার মো: আব্দুল্লাহ সায়ীদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী, সুজিত চিসিম, উন্নয়ন সংঘের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরজু আহমেদ, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা: শাকিলা সরকার, অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখার ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, প্রতিদিনের সংবাদের জামালপুর প্রতিনিধি মঞ্জুরুল হক।
উক্ত বিদায়ী আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর ফিল্ড সুপারভাইজার মো: এমদাদুল হক ও মো: বিলাত আলী প্রমুখ
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.