নুরুল আমিন, ফুলপুর (ময়মনসিংহ): জিরা ও চিনির পর ফুলপুরে এবার পিকআপ ভর্তি বিদেশী মদের বোতল আটক হয়েছে। গতকাল সোমবার ভোরে গরু চোর সন্দেহে পিকআপ আটকের পর পাওয়া গেল ৫৪৪ বোতল ভারতীয় মদ। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বনোয়াকান্দা গ্রামে।
আটককৃত পিকাপ ভ্যান থেকে ৫৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। জানা যায সোমবার ভোর রাতে শেরপুর জেলার নকলা উপজেলা থেকে তাড়া খেয়ে ফুলপুরের বনোয়াকান্দা গ্রামে পৌঁছলে এলাকাবাসী গরু চোর সন্দেহে পিকাপ ভ্যানটি আটক করে। এতে বিপুল পরিমাণ ভারতীয় মদ রয়েছে দেখে ফুলপুর পুলিশকে খবর দেয় এলাকাবাসী। অবস্থা বেগতিক দেখে পিকাপ ভ্যানটি বনোয়াকান্দা পাঠানবাড়ি রেখে গাড়িচালক ও অন্যানরা পালিয়ে যায়। ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যানটিউদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধারকৃত পিকআপ ভ্যান থেকে ৫৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ফুলপুর থানার পুলিশ। এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার-ইন-চার্জ আব্দুল হাদীর কাছে জানতে চাইলে তিনি জানান অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ)- ধারায় ফুলপুর থানায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য ফুলপুরে সম্প্রতি বিপুল পরিমাণে ভারতীয় চিনি ও জিরা উদ্ধার করেছে পুলিশ ও যৌথ বাহিনী ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.