প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ১২:৪১ পি.এম
জেগে উঠছ “পল্লি কবি এফ এম কামাল

হাজার টাকায় বাড়ি ভাড়া
চাইলেই কী আর পাই?
দেশের টাকা হাওয়ার উড়ে
শিক্ষকের বেলায় নাই।
বেসরকারি শিক্ষক মোরা
কয় টাকা আর পাই?
অর্ধেক মাসেই টাকা শেষ
দুঃখের সীমা নাই।
পাঁচশো টাকা চিকিৎসা ভাতা
সর্দি কাশিতেই শেষ,
ডাক্তারের ভিজিট হাজার টাকা
হায়রে সোনার বাংলাদেশ।
হোমিওপ্যাথির লাল নীল পানি
শিক্ষকের ভাগ্যেই জোটে,
এমনি করেই সারা বছর
শিক্ষক সমাজের কাটে।
যত দোষ বে-উপসর্গের
তাকায় না কেউ ফিরে,
আন্দোলন করে লাখো শিক্ষক
রাস্তার উপর পরে।
অপমান আর লাঠির আঘাত
ললাটে ঝরে রক্ত,
আমলারা সব নিশ্চুপ থাকে
ওদের হৃদয় কত শক্ত।
ওরাও একদিন ছাত্র ছিল
আজ ভুলে গেছে তারা,
গণিতের সূত্র, ইংরেজির বাক্য
শিখছে কি শিক্ষক ছাড়া?
শিক্ষকের অপমান সয় কী করে
এসব জ্ঞানীর দল?
নিজেদের অধিকার আদায় করো
বাড়িয়ে দেহের বল।
চলো সবাই ঢাকা চলো
স্লোগান তুলো মুখে,
বাড়ি ভাড়া শতাংশেই চাই
কাঁপন ধরুক বুকে।
ছলনা আর আশ্বাসে নয়
প্রজ্ঞাপন চাই আগে,
ক্ষুধার্ত আর থাকতে চাই না
এবার উঠছি মোরা জেগে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.