ভালুকা থেকে ইসরাত জাহানঃ
গত ১৮-১২-২০২৪ ইং তারিখে ময়মনসিংহের ভালুকা থানার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা হইতে অটোরিকশা সহ চোরের মূল হোতা ৫ সদস্যের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে ভালুকা থানা পুলিশ।
বাকি পালিয়ে যাওয়া দুজন সোহাগ পিতা অজ্ঞাত নিজস্ব অটো গেরেজ গফরগাঁও ফায়ার সার্ভিস সংলগ্ন ,গ্রাম ধলা থানা ত্রিশাল ।অপরজন তাইজু পিতা হাবু বাড়ি সালটিয়া ইউনিয়ন। বিশেষ সূত্রে জানা যায় বিগত এক মাসের মধ্যে এই চোর চক্র সোহাগ তাইজুল এদের মাধ্যমে ২৫ টি অটো বেচাকানো করেছে এমন তথ্যের ভিত্তিতে সংবাদকর্মীরা সত্যতা যাচাই করতে গেলে তাইজুল সোহাগ সাংবাদিকদের আঁচ করতে পেরে মুহূর্তেই গ্যারেজে তালা ঝুলিয়ে ছটকে পরে। ভালুকা থানা থেকে বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংবাদ সংবাদকর্মীর হাতে এসেছে।
চোর চক্র কে আইনের আত্ততায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সর্বস্তরে জনতা।