অনলাইন ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
স্থানীয় গণমাধ্যম এবং উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেস’র মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালের ওই আগুনে জোহানেসবার্গের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত একটি ভবন পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেছেন, এখন পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪৩ জন আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
আগুনে দগ্ধদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান রবার্ট। এদিকে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.