রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাস। শনিবার (১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
অনুষ্ঠানে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে একটি নৌকা উপহার দেন। এ সময় তিনি বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব ও ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ১ নভেম্বর আলজেরিয়ার মুক্তিযুদ্ধ সূচিত হয়, যা পরবর্তীতে ১৯৬২ সালে দেশটির স্বাধীনতা এনে দেয়। প্রতি বছর এই দিনটি ‘আলজেরিয়া বিপ্লব দিবস’ হিসেবে উদযাপিত হয়।