শংকর দাস পবন, ঝালকাঠি: নতুন স্বপ্ন নতুন দিন,দুর্নীতিকে বিদায় দিন।দুর্নীতির বিরুদ্ধে এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) গণশুনানি। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন।
এর মধ্যে দুদকের তফসিল ভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হবে।এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগ তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি চলবে বিকাল ৪টা পর্যন্ত।গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ( তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক আশরাফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক ( প্রতিরোধ) মো. আক্তার হোসেন,বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও ঝালকাঠি পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। দুদক জানিয়েছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন সেবা গ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্ণীতি প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.