শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।
ঝালকাঠি জেলা পুলিশের দক্ষ আইসিটি বিভাগ প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে মোবাইল ফোন গুলো শনাক্ত করে প্রকৃত মালিকদের চিহ্নিত করে, পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে সে গুলো হস্তান্তর করা হয়। নিজেদের প্রিয় হারানো মূল্যবান ফোন নিজের হাতে ফেরত পেয়ে মোবাইল ফোন মালিকরা পুলিশ সুপার মহোদয়কে ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন অর্থ) মো. সাইফুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। জেলা পুলিশ জানায়, নাগরিক সেবার ধারাবাহিকতায় হারানো মোবাইল, ল্যাপ্টপ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করে, পুলিশ নিয়মিত কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.