প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৬:০০ পি.এম
টাকার জন্য অপারেশন করাতে পারছেন না হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুটি।

ইয়াসিনের জন্মের সময় তার মা মারা যায় এখন ইয়াসিনের বাবাই সব কিন্তু ইয়াসিনের বাবা মোহাম্মদ ওমর আলী উনি একজন সামান্য অটোচালক সামান্য টাকা উপার্জন করে তা দিয়ে ইয়াছিনের উন্নত চিকিৎসা করা কোন ভাবে সম্ভব নয়।
এখন ইয়াসিন এর ক্যান্সার আক্রান্ত চোখের অপারেশন করাতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন । সব কাছের মানুষ ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে সব মিলিয়ে তিন লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে কিন্তু আরো ৭ লক্ষ টাকার প্রয়োজন ইয়াসিনের চিকিৎসা করাতে। কান্নায় ভেঙে পড়ছে ইয়াসিনের বাবা খুবই মর্মান্তিক একটি দৃশ্য। যা দেখে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করতে বাধ্য হলাম আপনারা সবাই শেয়ার করে দিন যাতে কোন সহৃদয়বান মানুষের চোখে পড়ে। যার যার জায়গা থেকে দয়া করে কিছু সাহায্য করে যাবেন এই নাম্বারে-
মোঃ উমর আলী-বাবা।
বিকাশ - 01995033498
নগদ - 01995033498
ঠিকানা:
বাবা : মোঃ উমর আলী।
গ্রাম- দৌলতখালী, ইউনিয়ন- দৌলতপুর,
থানা- দৌলতপুর, কুষ্টিয়া।
বর্তমানে ভর্তি আছে সদর হাসপাতাল কুষ্টিয়া
3th ফলোর, 21 নাম্বার রুম, 13 নং কেবিন।
যা পারবেন তাই দিয়ে সাহায্য করুন ইয়াসিনের উন্নত চিকিৎসার জন্য।(সংগৃহীত)
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.