প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ৫:১০ পি.এম
ট্রেনে কাটা পড়ে নিহত যুবক

গতবৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯.৫০ মিনিটে এ ঘটনাটি ঘটেছে গৌরীপুর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে ক্রস ওভার পয়েন্টে। নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামের আজিবুর রহমানের ছেলে ফারুক মিয়া (২২)।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, ময়মনসিংহের একটি বেকারিতে কাজ করতেন ঐ যুবক। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন ফারুক।
গৌরীপুর রেলওয়েসূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনে ঢোকার পথে ট্রেন থেকে পড়ে এই দূর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের নিচে পড়ে নিহতের মাথা আলাদা হয়ে যায়।
গৌরীপুর রেলওয়ে জংশনের ফাঁড়ি ইনচার্জ সুরঞ্জন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.