ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন ২০২৫-এ জাতীয়তাবাদী প্যানেল ‘রাশেদ-দিদার পরিষদ’-এর ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছেন জনবাণীর সিনিয়র রিপোর্টার রাজু আহাম্মেদ। বর্তমানে তিনি ডিইউজের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক রাজু আহাম্মেদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।
তিনি বলেন, ‘সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি এক কঠিন দায়িত্ব। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা সত্য অনুসন্ধানে মাঠে কাজ করেন। অনেক সময় সম্মান, আর্থিক নিরাপত্তা বা প্রাপ্য সুযোগ না থাকলেও তারা নিরলসভাবে জনগণের তথ্যের অধিকার রক্ষায় কাজ করে যান।’
রাজু আহাম্মেদ আরও বলেন, ‘বিগত সরকারের আমলে হামলা মামলা জেল জুলুমসহ গুলিবিদ্ধ হয়েছি আমার বিশ্বাস, সাংবাদিকদের এই পরিশ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। নির্বাচিত হলে আমি সাংবাদিক সমাজের কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে এবং অধিকার আদায়ে কাজ করে যেতে চায়।’
ডিইউজে নির্বাচন ২০২৫ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ইতিমধ্যেই প্রার্থীদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনবাণী’র ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহাম্মেদ শাহ্, ডিইউজের সিনিয়র সদস্য সাংবাদিক কাইয়ুম হোসেনসহ অনান্য সদস্যবৃন্দু।