শেখ মামুনুর রশীদ মামুনঃ
জেলার সার্বিক অপরাধ দমন, তদন্ত কার্যক্রমে সাফল্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে বিশেষ পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম। সম্প্রতি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার,থানার ওসি এবং অন্যান্য শাখার কর্মকর্তারা। পুলিশ সূত্রে জানা যায়,ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি (উত্তর) সম্প্রতি মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি ও ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে বলে জানায় জেলা পুলিশ। পুরস্কারপ্রাপ্ত ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা ময়মনসিংহকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।” অন্যদিকে পুলিশ সুপার কাজী আখতারুল আলম বলেন, “যারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাদের স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই পুরস্কার অন্য কর্মকর্তাদেরও উৎসাহিত করবে।” ময়মনসিংহ জেলা পুলিশের এই সম্মাননা কর্মসূচি ইতিমধ্যে পুলিশের বিভিন্ন স্তরে প্রশংসা অর্জন করেছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ মাঠপর্যায়ে কর্মোদ্যম ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।