গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোঃ তাওহিদ ইসলামের অর্থায়নে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় ফুলবাড়িয়া পৌরসভার গার্লস স্কুল রোডের ৩ নং ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা ও দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এ উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
মোঃ তাওহিদ ইসলাম একজন মানবিক ও দানশীল ব্যক্তি। তিনি ময়মনসিংহের বালিয়ান ইউনিয়নের সায়তনতলার একজন বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও তিনি প্যারিস সুইমিং পুলের প্রতিষ্ঠাতা ও মালিক। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, এতিম ও দুস্থদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।
তাওহিদ ইসলামের দানশীলতার কথা ফুলবাড়িয়া ও আশপাশের এলাকায় বেশ সুপরিচিত। এর আগে তিনি নিজ গ্রাম বালিয়ান ইউনিয়নের সায়তনতলায় একই ধরনের কম্বল বিতরণ করেন। সেখানে শতাধিক পরিবারকে তিনি শীতবস্ত্র সরবরাহ করেন। এছাড়াও তিনি অসহায় মানুষের জন্য নিয়মিতভাবে নগদ অর্থ প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসায় সহায়তা দিয়ে থাকেন। বিশেষ করে, যেসব দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তাদের জন্য তিনি নিজের তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তার এসব উদ্যোগ সমাজের মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করেছে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করছে।
এ সময় বক্তারা তাওহিদ ইসলামের উদ্যোগের প্রশংসা করেন এবং তার মানবিক কাজগুলোকে তুলে ধরেন। তারা বলেন তাওহিদ ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একজন সমাজসেবকও। তার মতো ব্যক্তিরা সমাজের দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তাওহিদ ইসলামের আরো বলেন, "আমি বিশ্বাস করি, সমাজের প্রত্যেক সফল মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সম্পদ শুধু নিজেদের ভোগের জন্য নয়, এটি সমাজের দরিদ্র মানুষের সেবায়ও ব্যয় করা উচিত। আমি চাই আমার উদ্যোগ অন্যদেরও এ ধরনের মানবিক কাজে উৎসাহিত করুক।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.