তারেক জিয়ার নির্দেশ” সন্ত্রাস মুক্ত বাংলাদেশ”
এই স্লোগানকে ধারণ করে ভালুকা উপজেলা ছিল উৎসূক জনতার মিছিল। আওয়ামী সন্ত্রাস লীগের এক তরফা শাসনামলে দেশের মানুষ যথেষ্ট পরিমাণে জিম্মি ছিল।বিভিন্ন রাজনৈতিক সামাজিক,নীতি নির্ধারক, দেশপ্রেমী যারা তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য রাক্ষুসী খুনি ডাইনি হাসিনা ছাড় দেয়নাই একটু। বারবার নির্বাচিত আপুষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি দেশপ্রেমী তারেক রহমান সহ শত শত নেতাকর্মীদেরকে জেল হাজতে রেখে দিয়েছিল বিনা দোষে।গত ০২ ডিসেম্বর ২৪ ইংভালুকা উপজেলাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৫২ জন নেতার বেকুসুর খালাস হওয়ায় উপজেলা,পৌরসভা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।