কাওসার হামিদ, তালতলী( বরগুনা)প্রতিনিধিঃ
তালতলী হাটবাজারে উঠতে শুরু করেছে নতুন বোর ধান কিন্তু ফলন ভালো হলেও কৃষকদের মুখে নেই হাসি। বাজারে ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ উঠানো নিয়ে শঙ্কায় রয়েছেন তালতলীর কৃষকরা। তারা কাঙ্খিত দাম না পেয়ে হতাশ ও লোকসানের আশঙ্কা করছেন। উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকরা ধানের বাজারমূল্যে হতাশ।
তালতলী উপজেলার বতিপাড়া গ্রামের কৃষক মোঃ আবু কালাম ধান বিক্রি করতে এসে বলেন, আমাদের বোর ক্ষেতে সেচ দিতে হয়েছে। বোর চাষে প্রয়োজনীয় কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় ধানের উৎপাদন খরচও বেড়েছে। এ অবস্থায় বাজারে ধানের দাম কম থাকায় ঠিকমতো উৎপাদন খরচই উঠছে না। তিনি দৈনিক আজকের দর্পনকে বলেন, ধানের বাজার ঘুরে দেখলাম- জেলা উপজেলার বড় ধানের হাটে নতুন ধান বিক্রি হচ্ছে ৬৭ ধান ৯৫০টাকা ৪০কেজির মন
২৮ ধান ৯০০ টাকা, হাইব্রিড ধান ৮৪০টাকা
লাউপাড়া গ্রামের কৃষক সুমন বিশ্বাস জানান, ধান বিক্রি করার পাইকার পাইনা বাকিতে বিক্রি করতে হয় দামটাও ভালো না, ধান কাটতেও বারতি খরচ জানিনা কপালে কি আছে আমাদের।
তালতলী উপজেলা সদরের ধানক্রেতা জসিম উদ্দিন জানান।মিল মালিকরা এখনও ঠিকমতো ধান কেনা শুরু না করায় দাম কিছুটা কম। পুরোপুরি কেনা শুরু করলে হয়তো দাম বাড়বে।
তালতলী উপজেলা উপজেলা কৃষি কর্
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.