নেত্রকোনা প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে রেলস্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মা-ছেলের মৃত্যুর ঘটনায় নেত্রকোনার গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম। নিহতরা হলেন,নেত্রকোনার সদর উপজেলার দক্ষিন বিশিউরা ইউনিয়নের বরুনা গ্রামের ফজলুর রহমানের মেয়ে নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)।
আজ মঙ্গলবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে। এতে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৪টি মৃতদেহ সকাল ৭টার দিকে ফায়ারসার্ভিস উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের তিনটি বগি। আগুনে মা-ছেলের মৃত্যুর ঘটনাটি জানার পরই নেত্রকোনার গ্রামের বাড়ীতে আত্বীয় স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে,চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে স্থানীয়রা জানান,গত ৩ ডিসেম্বর ঢাকা থেকে তারা বেড়ানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি নেত্রকোনার বরুনা এসেছিলেন। সেখান থেকেই গেলরাত ১২টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। ভোরে তাদের ঢাকায় পেঁৗছানোর কথা ছিল। সাথে ছিলেন নাদিরা আক্তার পপির দুই ছেলে ইয়াসিন (৩) ও ফাহিম (৮) এবং পপির ভাই হাবিবুর রহমান।
জানা যায়,নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সোমবার রাত ১১টায় ছেড়ে যাওয়া আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশন এসে থামলে তখন কিছু যাত্রী সেখান থেকে নেমে যায়। এসময় তাদের পেছনের ছিটে থাকা দুই ব্যক্তিও নেমে যায়। এরপর পিছনের ছিট থেকে আগুন জ্বলে উঠে। মুহূর্তেই আগুন পুরো বগিতে ছড়িয়ে পড়ে।
এ সময় বগি থেকে দৌড়ে হাবিবুর ও ফাহিমসহ অন্য যাত্রীরা নামতে পারলেও ভিতরে আটকা পড়েন ছোট ইয়াসিন ও তার মা নাদিরা। তাদেরকে আর কোনভাবেই বের করতে পারেননি। পরবর্তিতে ফায়ার সার্ভিস তাদের মরদেহ বের করেন। নিহত নাদিরার স্বামী মিজানুর রহমান মিজান কারওয়ানবাজারে হার্ডওয়ার দোকানে কাজ করেন।তারা তেজগাঁও তেজতুরি বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.