প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৯:৪৩ এ.এম
নেত্রকোনায় আদালতের আদেশ অমান্য করায় সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা পৌরসভার বহির চাপড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য পৈতৃক সূত্রে প্রাপ্ত স্বত্ব দখলীয় জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগী পরিবারগুলো এই সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বহির চাপড়া এলাকায় তাদের প্রায় ১০০ বছরের পুরনো পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী কুচক্রী মহল ভুয়া দলিল ও জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে ওই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (এডিএম কোর্ট) মামলা দায়ের করলে (মামলা নং: ৯০৫/২৫) বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে ওই জমিতে ১৪৫ ধারা জারি করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২৪ জানুয়ারি কুচক্রী মহলটি আমিন নিয়ে অবৈধ ভাবে জায়গাটি দখল করতে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার ওসি (অপারেশন) ওয়াসিম কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদেরকে আদালতে নিষেধাজ্ঞা থাকার কথা উল্লেখ করে আমিন ধারা জমি মাপার কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, কুচক্রী মহলটি মৃত নবী হোসেনের নাম ব্যবহার করে ভুয়া ওয়ারিশান সাজিয়ে এবং জাল বিআরএস পর্চা তৈরি করে আদালতে আপিল করে। অথচ নবী হোসেনের প্রকৃত ওয়ারিশানরা এ বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি জানাজানি হলে তারা মামলা প্রত্যাহারের দাবি জানালেও প্রতিপক্ষ পেশিশক্তির জোরে বারবার জমিতে হামলার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় সফিকুল ইসলাম নিজেদের জানমাল ও পৈতৃক সম্পদ রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী রুহুল আমিন, সোহেল বাশার, মানিক মিয়া, সোহরাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.