
মনির হোসেন স্টাফ রিপোর্টার :
সঠিক তথ্যে ভোটার হবো-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় ভোটর দিবস।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে গত শনিবার ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।