প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ২:৪৪ পি.এম
ত্রিশালে জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
পরে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার হাসান মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.