প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৩, ১২:০৯ পি.এম
ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । বুধবার সকালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলার সহকারী কমিশনার( ভুমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটিকা, গান, নৃত্য, কৌতুক ও আবৃতি উপভোগ করে হাজারো দর্শনার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.