
মোঃ শরিফুল ইসলাম প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে বিএনপির দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ত্রিশাল উপজেলা,পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) একই সময়ে ও একই স্থানে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ বিচারের দাবিতে এ কর্মসূচি শুরু হয়েছে।প্রথম দিনের কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীমের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জরুল ওয়াহেদ নিক্সন, আনিস মৃধা,আব্দুল আউয়াল ফরাজি, আবদুল মতিন, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।