কামরুজ্জামান মিনহাজঃ
সনাতন ধর্মের সব চাইতে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন সহকারী পুলিশ সুপার সার্কেল (ত্রিশাল) ময়মনসিংহ অরিত সরকার ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।
৫ (অক্টোবর) শনিবার দিনব্যাপী এই পরিদর্শন করেন।
উল্লেখ্যে- গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ায় দেশে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবে দুর্গাপূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই কঠিন নজরধারী রাখছেন এবং একটি শৃঙ্খলাময় উৎসব যাতে সফলভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন। এর অংশ হিসেবে ত্রিশাল উপজেলায় থানা পুলিশের সদস্যরাও পৃর্ব প্রস্তুতি ও পরিদর্শন করছেন। বিষযটি নিয়ে থানা পুলিশের ভাষ্য এবারের সনাতন ধর্মের উৎসবে ত্রিশাল থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে। পরিদর্শন কালে ত্রিশাল থানা সেকেন্ড অফিসার
এস আই বিকাশ চন্দ্র সরকার সহ অন্যান্য পুলিশ সদস্যদের একটি টিম।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.