ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে মাদ্রাসার ফিল্ডে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই সুপার দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছে মাদ্রাসায় নিয়মিত আসছে না
তাই তাকে মাদ্রাসা থেকে অব্যহতি চাই।
পরে মাদ্রাসার এক শিক্ষক মানববন্ধনে ভারপ্রাপ্ত সুপারের পদত্যাগ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, তিনি মাদ্রাসায় অনিয়ম দূনীর্তির সাথে জড়িত তাকে আমারা চাই না, তাছাড়া তিনি পদত্যাগ করে আবারো তিনি ভারপ্রাপ্ত সুপারের দাযিত্বে বসে আছেন। পরে মাদ্রাসার জমিদাতা আনোযার হোসেন বলেন, এই মাদ্রাসাটিতে আমরা জমি দেওয়ার পরেও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমাদেরকে কোন প্রকার দাতা সদস্য করছে না।
বিষয়টি নিয়ে মাদ্রাসার আইসিটি শিক্ষক সেলিম মিয়া বলেন, ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীকে আমরা ১৬জন শিক্ষক কর্মচারী অনাস্থা দিয়েছি তিনি পদত্যাগ করেছেন পরে পদের লোভ না সামলাতে না পেরে সে আবারো ভারপ্রাপ্ত সুপার হিসেবেই তার চেয়ারে বসে আছেন। বিষযটি নিয়ে ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীর সাথে কথা বললে তিনি জানান, আমার বিরোদ্ধে সকল অভিযোগ মিথ্যা আমি পদত্যাগ করেছি কিন্তু এই পদত্যাগ বৈধ নয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.