গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আমিনুল ইসলাম আমিন সরকারকে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার শপথ গ্রহণ করেছেন।আজ বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪) তারিখ ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। শপথ গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনির্বাচিত মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার ত্রিশাল পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম আব্দুর রশীদ চেয়ারম্যানের সন্তান। ২০২৩ সালের ২৮ নভেম্বর পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন মেয়র এবিএম আনিছুজ্জামান।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। গত ৯ই মার্চ ত্রিশাল পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.