আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
দারুলহুদা মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার আনন্দবাজার বালুর মাঠে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোঃ সামছুল ইসলাম, মোহাম্মদ বাবুল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন, যেমন দৌড়,মোরগ লড়াই, বাস্কেটবল নিক্ষেপ,মার্বেল দৌড়, সুইসুতা, বিস্কুট দৌড় সহ বিভিন্ন দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করে আনন্দের সাথে অংশগ্রহণ করেন। শিশুদের খেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল দৌড় এবং মোরগ লড়াই প্রতিযোগিতা, যেখানে তারা তাদের শারীরিক সক্ষমতা দেখাতে সক্ষম হয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সকল শিক্ষার্থীকে শারীরিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
এছাড়াও, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা তাদের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
হিফজ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান বলেন
এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে একতা, মনোবল এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা তাদের ভবিষ্যতে আরও সফল হতে সাহায্য করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.