বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে অবৈধ আবাসন কোম্পানীর সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে প্রসাশন ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু গফরগাঁওয়ে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ বালু বিক্রিতে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা গোল্ডস্যান্ডস গ্রুপের আকর্ষণীয় প্যাকেজ উদ্বোধন গফরগাঁও উপজেলাতে চলছে ভুয়া সনদে চাকরী স্কুল,মাদ্রাসাগুলোতে”অনুসন্ধানে শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া ইয়েমেন-লেবানন-সিরিয়া-গাজায় একই দিনে হামলা ইসরায়েলের পথে পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা ফিরোজার পথে খালেদা জিয়া
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, হতে পারে বৃষ্টি

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি মঙ্গলবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘ডানা’। এর ফলে দেশের উপকূলে বৃষ্টি বাড়তে পারে। দেশের অন্য অঞ্চলেও বৃষ্টির আভাস রয়েছে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উপকূল অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। তবে এটি বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে আঘাত হানতে পারে।

জলবায়ু ও আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ বলেন, গভীর নিম্নচাপটি সংগঠিত হয়ে পুরোপুরি ঘুর্ণিঝড়ের গঠন আকৃতি ধারণ করেছে। ঘূর্ণিঝড় ডানার কারণে যে ঘূর্ণায়মান মেঘের সৃষ্টি হচ্ছে, তা এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকার জেলাগুলো পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ঘুর্ণিঝড় ডানার মেঘের কারণে আজ দিনের বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে সকাল থেকে সন্ধ্যার মধ্যে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এটি মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin