বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জে যুবদলের লিফলেট বিতরণ বগুড়া থেকে চুরি হওয়া ট্রাকভর্তি মাছের খাবারের বস্তা রূপগঞ্জে যুবদল নেতার দোকান থেকে উদ্ধার গ্রেফতার ১, সাংবাদিককে হত্যার হুমকি রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির আত্মপ্রকাশ তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও কলেজের উদ্বোধন অপরাধমুক্ত তরুণ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম — মিজানুর রহমান সেলিম রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন, উত্তেজনা জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে- বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান কাঞ্চন পৌরসভাকে মাদকমুক্ত গড়ার স্বপ্ন  দেখেন সানাউল্লা মান্নান সানি  
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুবাইয়ের গ্লোবাল ভিলেজে দেখা মিলল বাংলাদেশের নাম

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১২:১২ অপরাহ্ন

আরমান চৌধুরী,ইউ এ ই প্রতিনিধি দুবাইয়ের গ্লোবাল ভিলেজে দেখা মিলল বাংলাদেশের নাম।সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত বছরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল গ্লোবাল ভিলেজ। রোমাঞ্চকর আর নতুন নতুন চমক নিয়ে উদ্বোধন হয়ে ছিল গত ১৬ অক্টোবর। এটি ২৯তম আসর। ফেস্টিভ্যালের মূল মঞ্চের খুব কাছে ইউএই প্যাভিলিয়নের পাশে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে দেখা মিলল বাংলাদেশের।

২০১২ সালের আগে ফেস্টিভ্যালে বিনা মূল্যে অংশগ্রহণ করার সুযোগ ছিল। তখন বাংলাদেশের অংশগ্রহণ থাকলেও পরে বিনা মূল্যে অংশগ্রহণ সুযোগ বাতিল হয়। এরপর কেবল ২০১৭ ও ২০১৮ সালে খুব ছোট পরিসরে বাংলাদেশ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে।

গ্লোবাল ভিলেজে বাংলাদেশের একক অংশগ্রহণ নিয়ে আমিরাতে বাংলাদেশের মিশনগুলো জানিয়েছে, এখানে প্রবাসী এবং দেশের বড় বড় ব্যবসায়ী বা কোম্পানিগুলোর এগিয়ে আসার বিকল্প নেই। সবাই এগিয়ে এলে এবং দেশীয় প্যাভিলিয়ন থেকে কেনাকাটা করলে ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব প্যাভিলিয়ন হতে পারে।

আমিরাতে ২ বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে সাফল্য
প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টায় এখানে আকাশজুড়ে আতশবাজিতে আলোকিত করা হবে। আন্তর্জাতিক এই ফেস্টিভ্যাল প্রতি বছর অক্টোবর থেকে পরবর্তী বছরের এপ্রিল পর্যন্ত মোট ছয় মাস স্থায়ী হয়। এতে প্রতিদিন বিশ্বের নানা প্রান্তের হাজারো মানুষের ঢল নামে। সারা বিশ্বের পর্যটক এবং নাগরিকদের সামনে এমন ফেস্টিভ্যালে প্যাভিলিয়ন থাকার অর্থ বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার অন্যতম সুযোগ বলে মনে করেন অংশগ্রহণকারী ব্যবসায়ী ও প্রবাসীরা।

এবারের আসরে প্যাভিলিয়ন রয়েছে ৩০টি। রয়েছে ৩,৫০০টি আউটলেট এবং ২৫০টি খাবারের দোকান। ছোট বড় সবার জন্যে ২০০টির বেশি গেমস বা রাইডও রয়েছে। এতে ৩ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রবেশ বিনা মূল্যে রাখা হয়েছে।

গ্লোবাল ভিলেজে প্রবেশমূল্য ২৫ দেরহাম রাখা হয়েছে। তবে সপ্তাহের সরকারি ছুটির দিনে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ দেরহাম।

দীর্ঘদিন পর বাংলাদেশের অংশগ্রহণে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আশা করা হচ্ছে, বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা প্রদান স্বাভাবিক হলে এবারের ভ্রমণ মৌসুমে প্রচুর বাংলাদেশি দর্শক টানতে পারবে গ্লোবাল ভিলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin