মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২১ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুর্গাপুরে টাস্কফোর্স অভিযানে ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৯:৪৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক জব্দ করেছে টাস্কফোর্স। যার সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা।

গতকাল শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।চোরাচালান বিরোধী এ অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে ওইদিন অর্থাৎ শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অভিযানে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরো সদস্যরা অংশ নেয়।

অভিযান সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট,বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি জব্দ করা হয়। সেইসাথে দুই বস্তা অনুমোদনবিহীন,নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। যার বাজার সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা বলে জানায় ম্যাজিস্ট্রেট।

দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান,দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin