মোঃ মাসুম বিল্লাহ দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন স্থাপনা, শহরের ব্যাস্ততম এলাকা গুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা ছাত্রদল ও তার অঙ্গ সংগঠন। শুক্রবার (০৯ মে) দিনব্যাপি এই এই অভিযান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন এর নেতৃত্বে।
এ সময় ছাত্রদলকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ডগ্লাপস বিতরণ করা হয়। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। দলটির নেতাকর্মীরা শহীদ মিনার, কলেজ মোড়, উপজেলা মোড়, ব্যস্ততম সড়ক কালীবাড়ী মোড় ও প্রেসক্লাব মোড়সহ বিভিন্ন পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এই বিষয়ে,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, আমার নেতা, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশে এই পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা আমাদের নেতার নির্দেশে এই সুসঙ্গ দুর্গাপুরকে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে চাই। আমরা মনে করি আমাদের হাত ধরেই সেই সুন্দর দুর্গাপুর তথা পৌরশহর একটি আধুনিক হিসাবে গড়ে উঠবে। আর এখানেই শেষ না, আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ বলেন, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। সমাজের সকল ভালো কাজে ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহন সবসময়ই অব্যাহত থাকবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা আলমগীর হোসেন মারুফ, ছাত্রদল নেতা জনি,পৌর ছাত্রদল নেতা হেলাল উদ্দীন, পৌর ছাত্রদল নেতা মোঃ সানি ঢালী, ছাত্রনেতা রায়দুল ইসলাম বাদল,রুবেল মিয়া, আরিফ, সৈকত, মামুন, শাহীন প্রমুখ।