অনলাইন ডেস্ক:
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৫০টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
শনিবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের ১৫৮টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি।
১৫৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৪টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৯টি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.