নিজস্ব প্রতিবেদক: দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার মো.শহিদুল ইসলামকে কথিত আন্ডার ওয়ার্ল্ডর সদস্য নামে দুবাই এর ০০৯৭১৫৮১২৫২০৭২ নাম্বার থেকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। তার ওই নাম্বারে ফোন দিলে শাকিল ইউএই পাশা নাম ভেসে উঠে। তবে তার প্রকৃত নাম সে পরিচয় দেননি। সোমবার দিবাগত রাত ৯টা ১মিনিটের সময় দুবাইয়ের একটি নাম্বার থেকে তাকে হুমকি প্রদান করা হয়। তিনি প্রথমে ভিকটিমের বাসার ঠিকানা জানতে চান। পরে তিনি বিভিন্ন সাংবাদিকদেরকে মেরে ফেলার এবং নিখোঁজ হওয়ার উদারণ দেন।
তিনি মোবাইলে খামার বাড়ি কোন প্রকল্প নিয়ে ভবিষ্যতে যাতে নিউজ না করা হয় সে বিষয় সতর্ক করেন। নিউজ করলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন। ওই আন্ডারওয়াল্ডের সদস্য বলেন,খামার বাড়ির কোন প্রকল্পের অনিয়মের নিয়ে নিউজ করা যাবেনা। উল্লেখ্য যে গত ১৮ জুন ‘খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “আউটসোসিং নিয়োগের নামে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা” শিরোনামে দৈনিক সকালের সময়’ একটি নিউজ করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অনিয়মের নিউজ পাইপলাইনে আছে। এ বিষয় তেজগাঁও থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যার নং-১২৯ তারিখ ০২.০৭.২০২৫।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.