মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে ‘হেম আশ্রম“ পরিদর্শণ করলেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদুত মোস্তফা ওসমান তুরান।
রবিবার বেলা ১২ টার দিকে তিনি প্রাগপুরের হেম আশ্রমে পৌছালে তাকে স্বাগত জানান, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম সহ আশ্রমের খাদেম ও ভক্তগণ।
এরপর থানা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নাার প্রদান শেষে তিনি আশ্রম এলাকা ঘুরে দেখেন এবং আশ্রমের উদ্যোক্তা ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। তিনি সেখানে একটি আমের চারা রোপন করেন।
উল্লেখ্য, লালন ভক্ত ফকির নহির শাহ্ এর প্রাগপুরস্থ আস্তানায় বছর তিনেক পুর্বে দেবোরা জান্নাত নামে এক ফরাসী নারী ফকির লালন শাহ্ এর জীবনী নিয়ে গবেষণার জন্য আসেন। এবং তার প্রচেষ্টায় নহির শাহ্ এর আস্তানাটি পরবর্তীতে ‘হেম আশ্রম নামে প্রতিষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.