মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান বুলবুল আহম্মেদ চৌধুরীর নির্দেশে দৌলতপুর ডিগ্রি কলেজে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমন। এর আগে বিকেল ৪টায় অধ্যক্ষের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার রাত ৮টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তিনি তার অভিযোগের লিখিত বক্তব্য পাঠ করেন।
অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সংবাদ সম্মেলনে তার সঙ্গে কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আ ক ম সরোয়ার জাহানের নির্বাচনী প্রধান এজেন্ট হিসেবে কাজ করেছি। এরই প্রেক্ষিতে বিজয়ী এমপি রেজাউল হক চৌধুরী ও তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান বুলবুল আহম্মেদ চৌধুরীর আমার প্রতি ক্ষোভ রয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আমাকে হুমকিও দিয়েছেন।তিনি আরও বলেন, ‘এমপির ভাই বুলবুল আহমেদ চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে তাদের নির্দেশে গতকাল বুধবার দুপুরে দৌলতপুর কলেজ চত্বরে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।’
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে দৌলতপুর কলেজ ক্যাম্পাসের আমতলায় অবস্থান নেয় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী রাজু আহম্মেদ, দেহরক্ষী জাফর ইকবাল ও সহকারী লাইব্রেরিয়ান মোমেনুর রহমান মোহনের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় তারা ছাত্রলীগ নেতা-কর্মীদের অধ্যক্ষের লাইসেন্সকৃত শটগান দিয়ে গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরই প্রেক্ষিতে ছাত্রলীগ নেতৃবৃন্দ উত্তেজিত হয়ে তাদের ধাওয়া করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.