প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৩, ৯:২৪ এ.এম
দৌলতপুরে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধ

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভুমি অফিস দৌলতপুর এর আয়োজনে ‘স্মার্ট ভুমি সেবায় ভুমি মন্ত্রণালয়' এই প্রতিপাদ্যে ভুমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম জানান, আগামী ২৮ মে পর্যন্ত আমাদের স্থাপন করা তথ্য সেবা বুথে ভুমি সংক্রান্ত যে কোন ধরণের সেবা ও পরামর্শ পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.